মেসির জন্য ম্যানসিটির খালি চেক
লিওনেল মেসি |
কাকার মূল্য ৬৫ মিলিয়ন ইউরো। ৯৪ মিলিয়ন ইউরো ক্রিস্টিয়ানো রোনালদোর দাম। আর লিওনেল মেসি? কত দাম তাঁর? মেসি যা নির্ধারণ করেন। এক কথায় বললে অসীম। ম্যানচেস্টার সিটি খালি চেক রেখে দিয়েছে। মেসি যা লিখবেন, সেটাই হবে তাঁর মূল্য!
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি কিংবা মেসির এক কথায় ‘বার্সা ছেড়ে কোথাও যাচ্ছি না’ বলে দেওয়া; কিছুই দমাতে পারছে না ইংলিশ লিগের ক্লাব ম্যানসিটিকে। আগের মতো এখনো মেসিকে পেতে মরিয়া ম্যানসিটি। এখনো অপেক্ষায় আছে তারা। ম্যানসিটি আগে একবার জানিয়েছিল তাঁকে পেতে ১৫০ মিলিয়ন ইউরো খরচ করতেও রাজি তারা। আর এবার একেবারে খালি চেক রাখতে চাইছে তাঁর জন্য!
শুধু কি ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ডই করতে চাইছে? কর-টর কেটে মৌসুমপ্রতি ১২ মিলিয়ন ইউরো বেতনও দিতে চাইছে এরই মধ্যে রবিনহোর পর কার্লোস তেভেজ, ইমানুয়েল আদেবায়োরকে চুক্তিবদ্ধ করা ম্যানসিটি।
কিন্তু কোনো কিছুই মেসিকে আকৃষ্ট করতে পারছে না। তিনি সেই আগের মতোই বলে দিয়েছেন, ‘আমি বার্সেলোনা ছাড়ছি না।’ আর ম্যানসিটির খালি চেকে মেসি সই দেবেনই বা কী করে, হূদয়ে যে কেবল ‘বার্সেলোনা’ শব্দটিই লেখা আছে। টাকা দিয়ে কি আর মন কেনা যায়!
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি কিংবা মেসির এক কথায় ‘বার্সা ছেড়ে কোথাও যাচ্ছি না’ বলে দেওয়া; কিছুই দমাতে পারছে না ইংলিশ লিগের ক্লাব ম্যানসিটিকে। আগের মতো এখনো মেসিকে পেতে মরিয়া ম্যানসিটি। এখনো অপেক্ষায় আছে তারা। ম্যানসিটি আগে একবার জানিয়েছিল তাঁকে পেতে ১৫০ মিলিয়ন ইউরো খরচ করতেও রাজি তারা। আর এবার একেবারে খালি চেক রাখতে চাইছে তাঁর জন্য!
শুধু কি ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ডই করতে চাইছে? কর-টর কেটে মৌসুমপ্রতি ১২ মিলিয়ন ইউরো বেতনও দিতে চাইছে এরই মধ্যে রবিনহোর পর কার্লোস তেভেজ, ইমানুয়েল আদেবায়োরকে চুক্তিবদ্ধ করা ম্যানসিটি।
কিন্তু কোনো কিছুই মেসিকে আকৃষ্ট করতে পারছে না। তিনি সেই আগের মতোই বলে দিয়েছেন, ‘আমি বার্সেলোনা ছাড়ছি না।’ আর ম্যানসিটির খালি চেকে মেসি সই দেবেনই বা কী করে, হূদয়ে যে কেবল ‘বার্সেলোনা’ শব্দটিই লেখা আছে। টাকা দিয়ে কি আর মন কেনা যায়!
No comments