প্রথম দফায় জার্মানি গেলেন তিনজন
উন্নত প্রশিক্ষণের জন্য জার্মানি যাওয়ার কথা ১৯ জন হকি খেলোয়াড়ের। কিন্তু প্রথম দফায় যেতে পারলেন মাত্র তিনজন। জার্মানির উদ্দেশে পরশু রাতে ঢাকা ছেড়েছেন রাসেল মাহমুদ, মামুনুর রহমান ও মোশাররফ হোসেন। সরকারের অনুমতিপত্র না মেলায় বাকিদের জার্মানি-যাত্রা পিছিয়ে গেছে।
জার্মানির দ্বিতীয় বিভাগের দল ফ্রাঙ্কটেন ক্লাবে খেলবেন রাসেল, মামুন ও মোশাররফ। ফ্রাঙ্কফুর্ট শহরের নিকটবর্তী ক্লাবটিতে গিয়ে এরই মধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তাঁরা। হকি ফেডারেশনের সদস্য আনভির আদেল খান ব্যাপারটা নিশ্চিত করেছেন কাল, ‘ওরা ভালোভাবেই জার্মানি পৌঁছেছে। সেখানে তাদের জার্সি, কাপড়-চোপড় আর আবাসন ব্যবস্থাও নিশ্চিত হয়েছে।’ বাকি ১৬ জনও আগামী সপ্তাহেই যেতে পারবেন বলে আশাবাদী তিনি, ‘আগামীকাল ও পরশু সরকারি ছুটির কারণে জিও (গভর্নমেন্ট অর্ডার) জোগাড় করতে পারব না। আশা করছি আগামী ১৬ আগস্টের মধ্যেই সব কাগজপত্র আমাদের হাতে এসে পৌঁছাবে।’ তিন মাসের প্রশিক্ষণের পর স্কটল্যান্ডে গিয়ে বাংলাদেশের খেলোয়াড়েরা স্থানীয় ক্লাবের বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে পারেন।
জার্মানির দ্বিতীয় বিভাগের দল ফ্রাঙ্কটেন ক্লাবে খেলবেন রাসেল, মামুন ও মোশাররফ। ফ্রাঙ্কফুর্ট শহরের নিকটবর্তী ক্লাবটিতে গিয়ে এরই মধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তাঁরা। হকি ফেডারেশনের সদস্য আনভির আদেল খান ব্যাপারটা নিশ্চিত করেছেন কাল, ‘ওরা ভালোভাবেই জার্মানি পৌঁছেছে। সেখানে তাদের জার্সি, কাপড়-চোপড় আর আবাসন ব্যবস্থাও নিশ্চিত হয়েছে।’ বাকি ১৬ জনও আগামী সপ্তাহেই যেতে পারবেন বলে আশাবাদী তিনি, ‘আগামীকাল ও পরশু সরকারি ছুটির কারণে জিও (গভর্নমেন্ট অর্ডার) জোগাড় করতে পারব না। আশা করছি আগামী ১৬ আগস্টের মধ্যেই সব কাগজপত্র আমাদের হাতে এসে পৌঁছাবে।’ তিন মাসের প্রশিক্ষণের পর স্কটল্যান্ডে গিয়ে বাংলাদেশের খেলোয়াড়েরা স্থানীয় ক্লাবের বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে পারেন।
No comments