অভিষেকে ফিফটি অধিনায়ক আফ্রিদির
ম্যাচটাকে বলতে পারেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ফিরতি ম্যাচ। কিংবা বলতে পারেন অধিনায়ক আফ্রিদির অভিষেক ম্যাচ। কাল এই প্রতিবেদন লেখার সময় এই দুটো তথ্যই মনে করিয়ে দিচ্ছিলেন আফ্রিদি নিজেই। অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে ৩৭ বলে ৪টি চার আর ২ ছক্কায় ফিফটি করেছেন। টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তান করেছে ৫ উইকেটে ১৭২। টানা তৃতীয় ফিফটি পেলেন আফ্রিদি।
অথচ ম্যাচের শুরুটা একেবারেই অন্য রকম হয়েছিল। প্রথম বলেই বোল্ড হয়ে ফেরেন কামরান আকমল। আইসিএল-ফেরত ইমরান নাজির আর শোয়েব মালিক শুরুর ধাক্কা সামলে ওঠেন। একবার জীবন ফিরে পাওয়া নাজির শেষ পর্যন্ত ২৮ বলে ৫টি চার আর ১টি ছক্কায় ৪০ রান করে ফেরেন। আরেক আইসিএল-ফেরত আবদুল রাজ্জাক করেছেন ১৭ বলে ২৫।
অথচ ম্যাচের শুরুটা একেবারেই অন্য রকম হয়েছিল। প্রথম বলেই বোল্ড হয়ে ফেরেন কামরান আকমল। আইসিএল-ফেরত ইমরান নাজির আর শোয়েব মালিক শুরুর ধাক্কা সামলে ওঠেন। একবার জীবন ফিরে পাওয়া নাজির শেষ পর্যন্ত ২৮ বলে ৫টি চার আর ১টি ছক্কায় ৪০ রান করে ফেরেন। আরেক আইসিএল-ফেরত আবদুল রাজ্জাক করেছেন ১৭ বলে ২৫।
No comments