কলকাতা কথকতা: আতঙ্ক শুধু দিল্লি নয়, দূষণে জেরবার কলকাতা-হাওড়াও by সেবন্তী ভট্টাচার্য্য
ইতিমধ্যেই দিল্লির দূষণ উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকারের। দিল্লিতে দূষণ তো আছেই, দোসর হচ্ছে ঘন ধোঁয়াশাও। ফলে দৃশ্যমানতা নামছে। কিন্তু পশ্চিমবঙ্গে ধোঁয়াশার দাপট তেমন না দেখা গেলেও, শহর কলকাতার বাতাস কতটা নিরাপদ সেই প্রশ্নও ঘুরপাক খেতে শুরু করেছে। কলকাতার মূলত সাতটি এলাকার দূষণ পরিমাপ করে সিপিসিবি। তার মধ্যে রয়েছে, বালিগঞ্জ, বিধাননগর, ফোর্ট উইলিয়াম, যাদবপুর, রবীন্দ্র সরোবর, ভিক্টোরিয়া এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়।
কলকাতার সাতটি এলাকার মধ্যে দু’টিতে অর্থাৎ ফোর্ট উইলিয়াম এবং বালিগঞ্জে বাতাসের গুণগত মানের সূচক যথাক্রমে ২২৭ এবং ২০৩। যা খারাপ পর্যায়ের মধ্যে পড়ে। তবে শহরের বাকি পাঁচ এলাকার বাতাসের গুণগত মানের সূচক ১০০-র উপরে কিন্তু ২০০-র নীচে। এদিকে হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বাতাসের স্বাস্থ্য উদ্বেগ বাড়াচ্ছে সাধারণের মধ্যে। পরিবেশ প্রযুক্তিবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ বলছেন, বোটানিক্যাল গার্ডেনে এত গাছ থাকা সত্বেও, সবুজ ক্ষেত্র থাকা সত্বেও বাতাসের দূষণের মাত্রা বড় চিন্তার বিষয়। এতে গাছগুলিও ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মত তাঁর।
No comments