আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ অনুমোদন

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) সংশোধন অধ্যাদেশ-২০২৪ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তবে এ অধ্যাদেশে রাজনৈতিক দল বা সংগঠনকে শাস্তির সুপারিশের বিধান রাখা হয়নি। গতকাল সচিবালয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটি অনুমোদন দেয়া হয়। এটি গেজেট আকারে প্রকাশের পর আইনে পরিণত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধগুলোর সংজ্ঞা যুগোপযোগীকরণ, অপরাধের দায় নির্ধারণ, অডিও ও ভিডিও’র মাধ্যমে বিচারকাজ ধারণ ও সমপ্রচার, বিদেশি কাউন্সেলের বিধান, বিচারকালে অভিযুক্তের অধিকার, অন্তর্বর্তীকালীন আপিল, সাক্ষ্যের গ্রহণযোগ্যতা ও প্রাসঙ্গিকতা-সংক্রান্ত বিধান, তদন্তকারী কর্মকর্তার তল্লাশি ও জব্দ করার বিধান, পর্যবেক্ষক, সাক্ষীর সুরক্ষা, ভিকটিমের অংশগ্রহণ ও সুরক্ষার বিধান সংযোজন করে সংশোধনীর খসড়াটি করা হয়েছে। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট-১৯৭৩ সংশোধন করা হয়েছে। আমরা এটার প্রয়োজন অনুভব করেছি। কারণ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এ আইনে যখন বিচার করা হয় তখন এ আইনটির ত্রুটি-বিচ্যুতি নিয়ে বিভিন্ন মহলে অনেক সমালোচনা হয়েছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, দেশীয় মানবাধিকার সংস্থা অনেক ত্রুটি-বিচ্যুতি তুলে ধরেছে। আমরা যেহেতু একটা স্বচ্ছ বিচার করতে চাই সে তাগিদ থেকে সংশোধন করার উদ্যোগ নেয়া হয়েছে। এক্ষেত্রে আমরা যতটা সম্ভব মানুষের মতামত নিয়েছি। আইন বিশেষজ্ঞ, মানবাধিকারকর্মী, সাংবাদিকসহ অনেকের মতামত আমরা গ্রহণ করেছি। এরপর আমরা দেশি-বিদেশি আইনজীবীদের কাছেও সেগুলো পাঠিয়েছি। সকলের মতামতের ভিত্তিতে তৈরি ড্রাপ্ট উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হয়েছে। সেখানে এটা গৃহীত হয়েছে। তিনি বলেন, আমাদের প্রস্তাবিত সংশোধনে বলা হয়েছে- কোনো সংগঠনকে যদি শাস্তি দেয়ার প্রয়োজন মনে করে তাহলে ট্রাইব্যুনাল শাস্তি দেয়ার সুপারিশ করতে পারবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে। কিন্তু উপদেষ্টা পরিষদের বৈঠকে বলা হয়েছে আমরা এ বিচারকে অন্যকোনো বিষয়ের সঙ্গে সম্পৃক্ত করতে চাই না। রাজনৈতিক দল বা অন্য কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন এলে এ আইনকে অযথা প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা একদম ডিসেন্ট ও ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই। এজন্য বিধানটা বাতিল করা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে আমরা অনুভব করেছি যে, কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো সংগঠন তাদের অপরাধমূলক কার্যক্রমের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয় বা নিষিদ্ধ করার দাবি ওঠে সমাজে। তাহলে আমাদের অন্যান্য আইন রয়েছে সন্ত্রাসদমন আইন, নির্বাচনী আইন-১৯৭৮ পলিটিক্যাল পার্টি অর্ডিনেন্সেও রয়েছে। কাজেই এখানে বিধানটা নেই বলে জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ ধরনের কোনো পদক্ষেপ নেয়ার সুযোগ থাকলো না- সেটা না। কিন্তু অন্যান্য প্রচলিত আইন দেশে রয়েছে সেটা আমরা রাজনৈতিক ঐকমত্য হলে জনদাবি বিবেচনা করা হবে। এটা আইনের ভেতরে অন্তর্ভুক্তের বিষয় না। আসিফ নজরুল বলেন, এ আইনে কতকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। সেটা হচ্ছে- ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি ও জেনোসাইডের সংজ্ঞায়। একদম আন্তর্জাতিক স্ট্যাটাস মেইন্টেইন করে আমরা ডিফাইন করেছি। এছাড়াও এ আইনের গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে- অভিযুক্ত পক্ষকে প্রসিকিউশনের সমান সুযোগ দেয়া হয়েছে। ১৯৭৩ সালের অধ্যাদেশে যেখানে প্রসিকিউশনকে অনেক সুবিধা দেয়া হয়েছিল। এবং ভিকটিম প্রটেকশনের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। ট্রাইব্যুনাল ইচ্ছা করলে বিচার কার্যটা অডিও-ভিজ্যুয়াল রেকর্ড করতে পারবেন। ওনারা প্রচার করতে চাইলে সেটা প্রচারও করতে পারবেন। তবে পক্ষগুলোর ডিগনিটি তারা নিশ্চিত করবেন। তিনি বলেন, আমরা ডেফিনেশনটা ক্লিয়ার করেছি। তিন ধরনের বাহিনীকে বিচারের আওতায় আনার বিধান করা হয়েছে। একটা হচ্ছে- ডিসিপ্লিন ফোর্স, ইন্টিলিজেন্স এজেন্সি আরেকটা হচ্ছে- অক্সেলিয়ারি ফোর্স। এটাকে আমরা খুব ভালো করেই ডিফাইন করেছি। এগুলো যেহেতু উপদেষ্টা পরিষদে গৃহীত হয়েছে সেটি গেজেট আকারে প্রকাশিত হলে আইনে পরিণত হবে। এছাড়াও প্রসিকিউশন ও ডিফেন্স চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন। আরেকটা চমৎকার বিধান হচ্ছে- অবজারভারের বিধান আছে। আন্তর্জাতিক বা দেশীয় অর্গানাইজেশন চাইলে বিচার সঠিকভাবে হচ্ছে কি না সেটি তারা পর্যবেক্ষণ করতে পারবেন। এ সময় সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান নিয়ে তিনি বলেন, আমাদের আইনে শত শত বছর ধরে এ বিধান রয়েছে, আমরা কোনো নতুন বিধান করিনি। জুলাই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য মারণাস্ত্র ব্যবহার করেছে তাদের শাস্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচারই তো শেষ হয়নি, শাস্তি পাবে কীভাবে? কেউ কেউ গ্রেপ্তার হয়েছে।

No comments

Powered by Blogger.