আহতদের চিকিৎসায় বিলম্বের জন্য দেশের দুর্বল ব্যবস্থাপনা দায়ী: উপদেষ্টা সাখাওয়াত by আরিফ মাহফুজ
মঙ্গলবার ভয়েস ফর বাংলাদেশ কর্তৃক বৃটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষ হাউস অব লর্ডস-এ আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সে প্যানেল আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। লর্ড হোসাইনের সভাপতিত্বে কী নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
কনফারেন্স শেষে বাংলাদেশি কমিউনিটির গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের জাবাব দেন এম সাখাওয়াত হোসেন। আন্দোলনে আহতদের চিকিৎসায় বিলম্ব হচ্ছে কেন? এর উত্তরে তিনি বলেন, আমাদের দেশের চিকিৎসা বাবস্থাতো আপনারা ভালো করেই জানেন। সাধারণ একজন লোক যদি চিকিৎসার জন্য যায় তাকে চিকিৎসা করতে কত দিন লাগে। আমাদের ব্যবস্থাপনাটা খুবই দুর্বল।
আপনি বলেছেন শেখ হাসিনাকে পালিয়ে যেতে দেয়া হয়েছে; উত্তরে তিনি বলেন, আমি পালিয়ে যেতে দেয়া হয়েছে বলেনি। আমার কথাটা আবার শুনেন যেটা আমি বলেছি উনি যদি থাকতেন তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো। পুলিশ আত্মসমর্পণ করার পর যেভাবে সবাই গণভবনের দিকে আসছিলো, গণভবনের দেয়াল ভেঙ্গে যেত। ভেতরেই তাকে ছিড়ে ফেলতো। অভিজ্ঞতা থেকে বলছি এটি দেশের জন্য খুব ভালো হতো না।
সম্প্রতি দুই উপদেষ্টা নিয়োগ নিয়ে ছাত্রদের আপত্তির বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, এটা আপনারা জিজ্ঞেস করেন যারা নিয়োগ দিয়েছেন তাদের। যাদের কথা বলেছেন তারা কীভাবে নিয়োগ পান আমি বলতে পারবো না।
কনফারেন্স অন্যান্য প্যানেল মেম্বাররা ছিলেন লর্ড কার্লাইল, সাবেক বৃটিশ মন্ত্রী পল স্কালী, বৃটিশ এমপি রুপা হক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সাউথ এশিয়া এক্সপার্ট আব্বাস ফয়েজ ও ব্যারিস্টার মাইকেল পলক, ব্যারিস্টার নাজির আহমেদ প্রমুখ।
No comments