আর্থিক দুর্নীতির দায়ে মরিশাসের রাষ্ট্রপতির পদত্যাগ
আর্থিক
দুর্নীতির দায়ে আফ্রিকার একমাত্র নারী রাষ্ট্রপ্রধান দ্বীপরাষ্ট্র
মরিশাসের প্রেসিডেন্ট আমিনা গারিব-ফাকিম পদত্যাগ করেছেন। শনিবার গারিবের
আইনজীবী ইউসুফ মোহামেদ এক সংবাদ সম্মেলনে তার পদত্যাগের বিষয়টি জানান।
শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন।
সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ৫৮ বছর বয়সী গারিব-ফাকিম
লন্ডনভিত্তিক প্ল্যানেট আর্থ সংস্থার একটি ক্রেডিট কার্ড ব্যবহার করে নিজের
জন্য ২৭ হাজার ডলার খরচ করেছেন। এই সংস্থাটির প্রতিষ্ঠাতা অ্যাঙ্গোলার
ধনকুবের আলভারো সব্রিনহো প্রতারণার অভিযোগে সুইজারল্যান্ড ও পর্তুগাল থেকে
বহিষ্কৃত হয়েছেন। তবে তিনি ওই অর্থ পরে ফেরত দিয়েছিলেন। উল্লেখ্য,
লন্ডনভিত্তিক প্ল্যানেট আর্থ সংস্থাটি ২০১৫ সালে আফ্রিকায় বৈজ্ঞানিক
ক্ষেত্রে উন্নয়নের জন্য উদ্যোগ নেয়। এ কারণে ২০১৬ সালের মে মাসে সংস্থাটির
পক্ষ থেকে ভ্রমণ ও প্রযুক্তিগত খাতে খরচ করার জন্য তাকে ওই ক্রেডিট
কার্ডটি ইস্যু করা হয়েছিল।
No comments