যুক্তরাষ্ট্রকে মোকাবেলা, চীনের ভাইস প্রেসিডেন্ট হলেন ওয়াং সিশান
দ্বিতীয়
মেয়াদে চীনের প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন শি জিনপিং। এর পর তার ডান হাত
বলে পরিচিত ওয়াং সিশানকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। বাণিজ্য ক্ষেত্রে
‘মার্কিন খবরদারি’ মোকাবেলা করতে ওয়াংকে এ দায়িত্ব দেয়া হয়েছে বলে মনে করা
হচ্ছে।
শনিবার সর্বসম্মতভাবে চীনের পার্লামেন্ট শি জিনপিংকে দ্বিতীয় মেয়াদে
প্রেসিডেন্টের দায়িত্ব দেয়। এর পর শি এবং ওয়াং শপথ নেন। কমিউনিস্ট পার্টি
শাসিত চীনে শির দ্বিতীয় দফার দায়িত্ব প্রত্যাশিতই ছিল। তবে আগ্রহ ছিল
দুর্নীতি দমনে শির অন্যতম সঙ্গী ওয়াং ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পান কিনা।
গত বছরের অক্টোবরে ৬৯ বছর বয়সী ওয়াং কমিউনিস্ট পার্টির কাউন্সিল থেকে সরে
দাঁড়ান। কিন্তু পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সাত সদস্যের সঙ্গে তিনি এক
টেবিলে আলোচনায় হাজির ছিলেন। এক রাজনৈতিক বিশেষজ্ঞের মতে, ওয়াং শির অত্যন্ত
গুরুত্বপূর্ণ রাজনৈতিক উপদেষ্টা। তিনি ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে আসার
পর এটি আরও স্পষ্ট হল। শি জিনপিং কঠোর হস্তে চীনা কঠোর কমিউনিস্ট পার্টির
দুর্নীতি দমন করতে দলের অন্তত ১৫ লাখ সদস্যকে শাস্তি দিয়েছেন। এসব পদক্ষেপে
তার সঙ্গী ছিলেন ওয়াং।
No comments