বিমানে ছিলেন সুজন-এর কেন্দ্রীয় সমন্বয়কারী বিপাশা
নেপালে
ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় সপরিবারে নিখোঁজ রয়েছেন
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর কেন্দ্রীয় সমন্বয়কারী সানজিদা হক বিপাশা।
সুজন-এর সহযোগী সমন্বয়কারী নেসার আমিন জানান, বিপাশার সঙ্গে তার স্বামী
রফিক জামান ও ছেলে অনিরুদ্ধ ছিলেন। দুর্ঘটনার পর তাদের কোনো খোঁজ পাওয়া
যাচ্ছেনা।
ফেসবুকের কয়েকটি পোস্ট বিশ্লেষণ করে দেখা গেছে, ওই বিমানে সোনা মনি ও মেহেদী হাসান অমিও নামে দুই তরুণ-তরুণী ছিলেন। তারা হানিমুনে যাচ্ছিলেন বলে ফেসবুকে পোস্ট করেন। একই সময়ে ইমরানা কবীর হাসি ও রকিবুল হাসান নামে অপর দুই তরুণ-তরুণী ইউএস বাংলায় তাদের ভ্রমণের ছবি পোস্ট করেন। এছাড়া নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগের পূর্বে আন্নি প্রিয়ক ও এফএইচ প্রিয়ক নামে অপর এক দম্পতি ছবি পোস্ট করেছেন।
ফেসবুকের কয়েকটি পোস্ট বিশ্লেষণ করে দেখা গেছে, ওই বিমানে সোনা মনি ও মেহেদী হাসান অমিও নামে দুই তরুণ-তরুণী ছিলেন। তারা হানিমুনে যাচ্ছিলেন বলে ফেসবুকে পোস্ট করেন। একই সময়ে ইমরানা কবীর হাসি ও রকিবুল হাসান নামে অপর দুই তরুণ-তরুণী ইউএস বাংলায় তাদের ভ্রমণের ছবি পোস্ট করেন। এছাড়া নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগের পূর্বে আন্নি প্রিয়ক ও এফএইচ প্রিয়ক নামে অপর এক দম্পতি ছবি পোস্ট করেছেন।
No comments