দুটি জাহাজের সংঘর্ষ, ২ বাংলাদেশিসহ ৩২ নাবিক নিখোঁজ


চীন সাগরে দেশটির পূর্বাঞ্চলীয় উপকূলে দুটি জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার রাতের এ দুর্ঘটনায় দুই বাংলাদেশিসহ নিখোঁজ রয়েছে অন্তত ৩২ জন।

দেশটির উদ্ধারকর্মীরা বার্তা সংস্থা এএফপি’কে জানান, পানামার নিবন্ধিত একটি তেলবাহী জাহাজের সাথে হংকংয়ের একটি জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরই তেলবাহী জাহাজটিতে আগুন ধরে যায়।

এ ঘটনায় নিখোঁজদের মধ্যে ৩০ জন ইরানী এবং দু’জন বাংলাদেশি। নিখোঁজদের উদ্ধারে এখনও অভিযান চলছে বলে জানায় ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। তবে অপর জাহাজটি থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে ২১ জন ক্রুকে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। উদ্ধার কাজে সহায়তার জন্য দক্ষিণ কোরিয়া একটি উড়োজাহাজ ও কোস্ট গার্ডের একটি জাহাজ পাঠিয়েছে।

ইরানের গ্লোরি শিপিং পরিচালিত এই ট্যাংকারটি দক্ষিণ কোরিয়ায় যাচ্ছিল। ট্যাংকারে ১ লাখ ৩৬ হাজার টন তেল ছিল। আর হংকংয়ের পতাকাবাহী কার্গো জাহাজে ছিল ৬৪ হাজার টন খাদ্য শস্য।

No comments

Powered by Blogger.