ছয় লাখের বেশি সিরীয় ঘরে ফিরেছে
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বাস্তুচ্যুত ছয় লাখের বেশি সিরীয় নাগরিক নিজ এলাকায় ফিরে গেছে। এদের বেশির ভাগই আলেপ্পোর বাসিন্দা। জাতিসঙ্ঘের অধিভুক্ত প্রতিষ্ঠান অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে আইওএম জানিয়েছে, জানুয়ারি থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত ছয় লাখ দুই হাজার ৭৫৯ জন সিরীয় তাদের ঘরে ফিরেছে। যে অঞ্চল থেকে তারা পালিয়ে গিয়েছিল, সেখানকার অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি উন্নত হওয়ার কারণেই এসব বাস্তুচ্যুত মানুষ নিজ বাসস্থানে ফিরে গেছে। ফিরে আসা সিরীয়দের মধ্যে ৮৪ শতাংশই যুদ্ধবিধ্বস্ত দেশের বিভিন্ন স্থানে ছিল।
No comments