ঢামেক মর্গের বাতাসে লাশের গন্ধ : ভোগান্তি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গ এলাকায় লাশের উৎকট দুর্গন্ধে মেডিকেল ও আশপাশের মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। নাক চেপেও দাঁড়ানো সম্ভব হয় না সেখানে। মঙ্গলবার সরেজমিন দেখা গেছে এমন চিত্র। জানা গেছে, মেডিকেল মর্গের পাঁচটি ফ্রিজের মধ্যে ৪টিই বিকল। এ অবস্থায় বেশিরভাগ লাশ রাখা হয়েছে মর্গের বিভিন্ন কক্ষের মেঝেতে। মেঝেতে পড়ে থাকা চার জঙ্গির লাশের মধ্যে ৩ মার্চ খিলগাঁওয়ে র্যাবের সঙ্গে ‘বন্দুক যুদ্ধে’ নিহত অজ্ঞাতনামা এক জঙ্গির লাশ ১০ আগস্ট আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। তবে এখনও পড়ে আছে রূপনগর, আশকোনা ও বিমানবন্দর গোলচত্বর এলাকায় নিহত তিন জঙ্গির লাশ। এছাড়া এ মর্গে রয়েছে আরও ৬টি অজ্ঞাতনামা লাশ। মর্গসূত্র জানায়, এসব লাশ অনেক আগেই পচে গেছে। লাশ থেকে এখন ছড়াচ্ছে শুধুই দুর্গন্ধ। এ ব্যাপারে ঢামেক হাসাপাতাল মর্গের ইনচার্জ সেকান্দর আলী যুগান্তরকে বলেন, ফ্রিজ বিকল থাকায় আমরা বাধ্য হয়েই লাশগুলো মেঝেতে রাখছি। বিশেষ করে জঙ্গিদের লাশ পচে-গলে বেশি দুর্গন্ধ ছড়াচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামকে দিয়ে দিলে মর্গের দুর্গন্ধ অনেকটাই কমে আসবে।
No comments