জামায়াত নেতা সুবহানের আপিল শুনানি ১৬ অক্টোবর
মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুস সুবহানের আপিল শুনানির জন্য ১৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ এই দিন ঠিক করেন। আদেশে শুনানির জন্য রাষ্ট্র ও আসামিপক্ষকে দুই সপ্তাহের মধ্যে আপিলের সার সংক্ষেপ জমা দিতে বলেছেন সর্বোচ্চ আদালত। আদালতে আবদুস সুবহানের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদিন তুহিন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি আবদুস সুবহানকে হত্যা, অপহরণ ও নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে ওই বছরের ১৮ মার্চ আপিল করেন এই জামায়াত নেতা। আজ তা শুনানির জন্য ১৬ অক্টোবর দিন নির্ধারণ করেন আপিল বিভাগ। ২০১২ সালের ২০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা থেকে আবদুস সুবহানকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে কারাগারে আছেন জামায়াতের এই শীর্ষ নেতা।
No comments