বাংলাদেশে বন্যায় ব্রিটিশ ভ্রমণ সতর্কতা
বাংলাদেশে প্রলয়ঙ্করী বন্যার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ নাগরিকদের এদেশ ভ্রমণে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য সরকার। এ সংক্রান্ত এক সতর্কবার্তায় বলা হয়েছে, প্রবল বর্ষণে বাংলাদেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয়কর অবস্থা বিরাজ করছে। এতে আরও বলা হয়, বর্ষণে যেসব অঞ্চল প্লাবিত হয়েছে তার মধ্যে সিলেট অঞ্চল এবং দিনাজপুর ও রংপুর অন্তভর্ুক্ত রয়েছে। এতে করে ট্রেন চলাচল ও সড়কপথে ভ্রমণে বিপর্যয় দেখা দিয়েছে। ব্রিটিশ নাগরিকদের বন্যাদুর্গত এলাকা ভ্রমণের ক্ষেত্রে স্থানীয় এবং আন্তর্জাতিক আবহাওয়া পূর্বাভাসের হালনাগাদ অবস্থা পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেয়া হয় এই ভ্রমণ সতর্কতাবার্তায়। এতে বলা হয়, ভ্রমণের ক্ষেত্রে স্থানীয় কতর্ৃপক্ষ এবং ট্রাভেল কোম্পানির পরামর্শও মেনে চলতে হবে।
No comments