চীন-ভারত সৈন্যদের সংঘর্ষ, টান টান উত্তেজনা
চীন ভারত সীমান্তে হিমালয়ের বিতর্কিত ভূখণ্ডে উভয় দেশের সৈন্যদের মধ্যে সংক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। বুধবার কর্মকর্তারা এ কথা জানান। উভয় সীমান্তে দু’দেশের সামরিক বাহিনীর মাসব্যাপী অবস্থানের পর সংক্ষিপ্ত এ সংঘর্ষে উত্তেজনা আরো তীব্র রূপ নিয়েছে। ভারতের এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, মঙ্গলবার পনগং লেকের কাছে ভারতীয় সৈন্যদের লক্ষ্য করে চীনের সৈন্যরা পাথর ছুঁড়ে মারে। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকাটি পর্যটকদের কাছে অনেক আকর্ষণীয়। তিনি আরো জানান, চীনের সৈন্যরা দু’দফা ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে। কিন্তু তারা ফিরে যেতে বাধ্য হয়। নাম প্রকাশ না করার শর্তে তিনি এএফপি’কে বলেন, ‘এটি একটি সামান্য ঘটনা। চীনের সৈন্যরা কিছু পাথর ছুঁড়ে মারলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।’ তিনি আরো জানান, ভারত ও চীনের সৈন্যরা তাদের স্ব স্ব অবস্থানে ফিরে গেলে সংক্ষিপ্ত এ সংঘর্ষের অবসান হয়।
No comments