প্রেমের নামে স্কুলছাত্রীকে নিয়ে পালানোর সময় ভারতীয় নাগরিক আটক
কুড়িগ্রামের নাগেশ্বরী রামখানা ইউনিয়নের দশম শ্রেণীর এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে ভারতে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী এক ভারতীয় নাগরিকে আটক করেছে। রামখানা ইউনিয়েনের শাহাটারী গ্রামের আবদুল কাদেরের মেয়ে পশ্চিম রামখানা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী শাহানাজ খাতুনকে (১৭) ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার জায়গীর বালাবাড়ী গ্রামের কাতান সিংয়ের ছেলে তাপস সিং (২৬) মোবাইলে প্রেমের প্রলোভন দিয়ে পালিয়ে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে রামখানার ৯৪৯ নম্বর সীমানা পিলারের কাছে আটক করে। তবে মেয়েকে আগেই ভারতে পার করে দেয়। এতে ভারতীয় লোকেরা তাকে আটক করে। এ ঘটনায় বিজিবি-বিএসএফ তিন দফা পতাকা বৈঠকের পর ফেরত দেয়া হয় উভয় দেশের ছেলে ও মেয়েকে। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন রামখানা বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার আবদুস ছোবাহান ও ভারতের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন জায়গীর বালাবাড়ী বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর রাকেশ সিং।
No comments