চলন্ত গাড়িতে ৮ ঘণ্টা গণধর্ষণের পর রাস্তায় ছুড়ে ফেলা হলো মহিলাকে
এক মহিলাকে অপহরণ করে চলন্ত গাড়িতে ৮ ঘণ্টা গণধর্ষণ করার পর রাস্তায় ছুড়ে ফেলে দিল ৩ ধর্ষক। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভারতের রাজধানী দিল্লির পার্শ্ববর্তী গুরুগ্রামে। পুলিশকে ৩৫ বছরের ওই মহিলা জানিয়েছেন, তিনি থাকেন গুরুগ্রামে। সোমবার রাত ৮টা নাগাদ সোহনা এলাকা থেকে তাকে অপহরণ করে গাড়িতে তুলে নেয় ৩ জন। এরপর চলন্ত গাড়িতে টানা ৮ ঘণ্টা ধরে তাকে গণধর্ষণের পর গ্রেটার নয়ডার কাছে একটি হাসপাতালের সামনে তাকে ছুড়ে ফেলে দিয়ে চম্পট দেয় ধর্ষকরা। এক মহিলা পথচারী ওই মহিলাকে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে হরিয়ানা পুলিশ। যদিও এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। মঙ্গলবার সকালে ধর্ষিতার মেডিক্যাল টেস্ট করানো হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
No comments