গাজীপুরে স্টিল মিলে আগুন
গাজীপুরে একটি স্টিল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় আধঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের সালনা বাজার এলাকায় প্রীতি স্টিল মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, সালনা বাজার এলাকায় প্রীতি স্টিল মিলসে আগুন লাগার খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তিনি জানান, কারখানাটি বাজার ও জনবহুল এলাকায় হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। কিন্তু সময়মতো ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার কেমিক্যাল, মেশিনপত্র ও পরিত্যক্ত মালামাল পুড়ে গেছে বলে জানান এই ফায়ার সার্ভিস কর্মকর্তা। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
No comments