থেমে থাকা কাভার্ডভ্যানে মাইক্রোর ধাক্কা, নিহত ১
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় থেমে থাকা একটি কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে গজারিয়ার আল কুতুবিয়া হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. শফিকুল ইসলাম (৪৫) কুমিল্লার দাউদকান্দি থানার মালাখা গ্রামের আ. রব মিয়ার ছেলে। ভবেরচর হাইওয়ে থানার এসআই মো. আবুল হাশেম জানান, সকাল সাড়ে ৬টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে আল কুতুবিয়া হোটেলের সামনে থেমে থাকা একটি কাভার্ডভ্যানের পিছনে কুমিল্লাগামী একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এসময় আহত হয়েছেন দুইজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু'টিকে আটক করা হয়েছে বলে জানান এসআই।
No comments