আফগানিস্তানে মার্কিন ঘাঁটির কাছে বন্দুক হামলা : ৮ জন নিহত
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পারওয়ানে মার্কিন ঘাঁটির কাছে গতরাতে আকস্মিক এক হামলায় আট আফগান রক্ষী নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় এক কর্মকর্তা একথা জানান। প্রাদেশিক এক নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে বন্দুকধারীরা বাগরাম বিমানঘাঁটির কাছে নৈশ প্রহরীদের লক্ষ্য করে এ হামলা চালায়। এ সময় ১০ নৈশপ্রহরী একটি গাড়িতে করে টহল দিচ্ছিল। এই হামলায় আটজন নিহত ও অপর দুইজন আহত হয়।’ রাজধানী কাবুল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বাগরাম বিমানঘাঁটিটি বিগত ১৬ বছর ধরে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রধান সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। হামলাকারীরা হামলা চালিয়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। বাগরাম জেলার শাহ্ আকা এলাকায় এ হামলা চালানো হয়।
No comments