তমালতলায় প্রতিদিন অর্ধকোটি টাকার আম বেচাকেনা
নাটোরের সবচেয়ে বড় আমের আড়ত বাগাতিপাড়ার তমালতলা বাজারে প্রতিদিন প্রায় অর্ধকোটি টাকার আম বেচাকেনা হচ্ছে। কয়েক দিনের মধ্যে তা কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রায় তিনশ’ শ্রমিকের দু’মাসের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এ বাজারে। সম্প্রতি আড়ত ঘুরে এসব তথ্য জানা গেছে। নাটোরের বাগাতিপাড়া উপজেলা আমের জন্য বেশ বিখ্যাত। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলার প্রায় ৬০ ভাগ আম এ উপজেলায় উৎপাদিত হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার আম ঢাকা, চট্টগ্রাম, খুলনা,
সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হয়। আড়তদাররা জানান, চলতি মৌসুমে কয়েক দফা ঝড় ও শিলাবৃষ্টিতে আমের কিছুটা ক্ষতি হলেও ফলন একেবারে কম হয়নি। প্রশাসনের বেঁধে দেয়া সময়সীমা পার হওয়ায় কয়েকটি জাতের আম সংগ্রহ শুরু হয়েছে। এর মধ্যে গোপালভোগ, লক্ষণ ভোগ, ক্ষীরসাপাত, ল্যাংড়া, নাক ফজলি, তোতাপুরি ও আঁটি জাতের আম বাজারে পাওয়া যাচ্ছে। উষা ফল ভাণ্ডারের আড়তদার উজ্জ্বল জানান, তমালতলা বাজার থেকে প্রতিদিন প্রায় ১০ ট্রাক আম দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। এ বাজারে মোট ৩০টি আড়ত রয়েছে। প্রতিটি আড়তে প্রতিদিন প্রায় এক থেকে দেড় লাখ টাকার বেশি আম বেচাকেনা হচ্ছে। এতে চলতি মৌসুমে তমালতলা বাজারে প্রায় প্রতিদিন অর্ধকোটি টাকার আম বেচাকেনা হচ্ছে।
No comments