বিএসএফের হাতে আটক ২ বাংলাদেশিকে হস্তান্তর
নওগাঁর পোরশা সীমান্তের ভারতের অভ্যন্তরে বিএসএফের হাতে আটক বাংলাদেশি দুই গরু ব্যবসায়ীকে গরুসহ স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পোরশা উপজেলার দুয়ারপাল সীমান্তের ২৩২ নম্বর মেইন পিলার জিরো পয়েন্টে অনুষ্ঠেয় এক পতাকা বৈঠকের পর এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন- উপজেলার দুয়ারপাল গ্রামের আব্দুল মান্নানের ছেলে মানিরুল ইসলাম ও একই গ্রামের মৃত কেতাব আলীর ছেলে মাইনুল ইসলাম। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে বাংলাদেশি গরু ব্যবসায়ী ৭/৮ জনের একটি দল ভারতের অভ্যন্তরে গরু নিতে যান। গরু নিয়ে বাংলাদেশে ফেরার পথে সোমবার ভোর ৪টায় দুয়ারপাল সীমান্তের দিকে আসতে শুরু করেন। সীমান্তে প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে ভারতের মালদহ জেলার ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা মনিরুল ইসলাম ও মাইনুল ইসলামকে ৪টি গরুসহ আটক করে। এ সময় তাদের সঙ্গে অন্য গরু ব্যবসায়ীরা পালিয়ে যান। ১৪ বিজিবি (পত্নীতলা) ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী রেজা জানান, সোমবার সন্ধ্যা রাতে সংবাদ পেয়ে বিএসএফের ক্যাদারীপাড়া ক্যাম্পের চিঠি পাঠানো হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে তাদের বলা হয়েছে, আটককৃত বাংলাদেশি গরু ব্যবসায়ীদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। ভারতীয় আইন অনুযায়ী মামলা দায়ের শেষে তাদের জেল-হাজতে পাঠানো হয়েছে।
No comments