ভার্জিনিয়ায় মসজিদ থেকে ফেরার পথে মুসলিম কিশোরী খুন
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় মসজিদ থেকে বাড়ি ফেরার সময় এক মুসলিম কিশোরী খুন হয়েছেন। রোববার তার লাশ উদ্ধার করা হয়েছে। একদিন নিখোঁজ থাকার পর মসজিদের বাইরে থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, পরিবারের সদস্যদের মাধ্যমে ১৭ বছর বয়সী ওই কিশোরীর নাম নাবরা বলে চিহ্নিত করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় ২২ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। খবর বিবিসির। পুলিশ জানায়, শনিবার রাতে নাবরা তার চার বন্ধুর সঙ্গে হার্নডন এলাকার রাস্তায় হাঁটছিল। তারা নামাজের পর রমজানের রোজা পালনের জন্য একটি রেস্টুরেন্টে শেষ রাতের খাবার খেতে যাচ্ছিল। এসময় এক গাড়ি চালকের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লোকটি গাড়ি থেকে উঠে নাবলাকে খুন করে পালিয়ে যায়। ওয়াশিংটন পোস্ট জানায়, প্রায় রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। নাবলার ওপর হামলা হলে তার চার বন্ধু দৌড়ে পাশের একটি মসজিদে পালিয়ে যায়। কিন্তু নাবলা সেখানে পড়ে থাকে এবং তারপর থেকে সে নিখোঁজ ছিল। খোঁজখবর শুরু হলে ওই এলাকা থেকে দারউইন মার্টিনেজ তরেস নামের এক ড্রাইভারকে আটক করা হয়েছে। তাকে পুলিশের হেফাজতে নেয়া হয়। তরেসকে পুলিশ জিজ্ঞাসাবাদের পর ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে একটি পুকুরে নাবলার লাশ পাওয়া যায়। পুলিশ বলছে, এই হত্যাকাণ্ডটি বিদ্বেষমূলক কিনা এ ব্যাপারে তদন্ত চলছে।
No comments