ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ : সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের নির্মাণকাজ আজ থেকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়ত নির্বিঘœ ও ভোগান্তি কমাতে এবং যানজট নিরসনের লক্ষ্যে এই নির্দেশ দেয়া হয়। ঈদের পর যথারীতি এ মহাসড়কের চার লেনের নির্মাণকাজ চলবে। আজ মঙ্গলবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন। সেতুমন্ত্রী যানজট নিরসনে পুলিশের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। মন্ত্রী বলেন, রাঙামাটি ও বান্দরবানে পাহাড়ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মেরামতের কাজ চলছে। কিছু সড়ক হালকা যানবাহন চলাচলের জন্য খুলেও দেয়া হয়েছে। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সওজ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুরুজ উদ্দিন খান, গাজীপুর সওজ নির্বাহী প্রকৌশলী বিএম নাহীম রেজাসহ দলের অন্যান্য নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার ঘরমুখো মানুষ। মহাসড়কের বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে কাদায় পরিণত হয়েছে। ফলে যানবহন চলাচলে বিঘ্ন ঘটছে। এতে করে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় পয়েন্টে ঢাকা-টাঙ্গাইল ও চন্দ্রা নবীনগর সড়কে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। সূত্র : বাসস
No comments