মেহেদি রাঙা হাত
মেহেদি ছাড়া ঈদের সাজ একেবারেই অসম্পূর্ণ। চাঁদরাত থেকেই শুরু মেহেদি পর্ব। দু’হাত ভরে মেহেদি না পরলে যেন ঈদের আমেজ পরিপূর্ণ হয়ে উঠে না। হাতে মেহেদি মানেই নানা কারুকাজ। হাত ভরে মেহেদি দেয়ার প্রচলন যেমন আছে তেমনি অনেকেই পছন্দ করেন হাতে অল্প করে, হাত বেশি না ভরিয়ে মেহেদি দিতে।
নকশা হিসেবে থাকতে পারে ময়ূর, কোনো নকশা কিংবা নাম। একটি সময় ছিল যখন হাতের ঠিক মাঝখানে একটি বৃত্ত আর আঙ্গুলের চারপাশ ভর্তি করে পরা হতো মেহেদি। যুগের সঙ্গে পাল্টে এসেছে নানা ধরন। বর্তমানে প্রিয় মানুষের ছবিও আঁকা যায় হাতে এই মেহেদির রঙে। কিছু ক্ষেত্রে আপনি মেহেদির পরে হাতের নখের জায়গাটি খালি রাখতে পারেন আর তা রাঙ্গাতে পারেন নানা রঙের নেইলপলিশ দিয়ে।
No comments