আগুন আল্পনার ওরা চারজন
গল্পের প্রধান চরিত্রের নাম অনল। এ অনলকেই মন থেকে ভালোবাসে রূপকথা, নেবুলা, ফুলকি ও আলো। সবাই তাকে পেতে চায়। মেধাবী, প্রাণোচ্ছল ছেলে অনলের একসময় মানসিক বিপর্যয় ঘটে। সেসঙ্গে তার পরিবারেও নেমে আসে বিপর্যয়। সংসার জীবনের এ টানাপড়েনের গল্প নিয়ে নিজের রচনায় মাতিয়া বানু শুকু নির্মাণ করেছেন ১০৪ পর্বের ধারাবাহিক নাটক ‘আগুন আল্পনা’। এ ধারাবাহিকে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন তমালিকা কর্মকার, অ্যানি খান, স্বর্ণা ও টয়া। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তমালিকা কর্মকার বলেন, ‘নাটকে আমি রূপকথা চরিত্রে অভিনয় করছি। এটি একটি চ্যালেঞ্জিং চরিত্র। যথেষ্ট মনোযোগ দিয়ে কাজটি করতে হচ্ছে।
সবমিলিয়ে এটি আমার ভালোলাগার একটি কাজ।’ অ্যানি খান বলেন, ‘শুকু আপার নির্দেশনায় এবারই প্রথম কাজ করছি। দারুণ ভালো লাগছে।’ স্বর্ণা বলেন, ‘এ ধারাবাহিকটিতে আমি ফুলকি চরিত্রে অভিনয় করছি। বেশ মজার একটি চরিত্র। কাজটি করে বেশ ভালো লাগছে।’ টয়া বলেন, ‘এতে আমাকে গ্রামের সহজ-সরল এক মেয়ের চরিত্রে দেখতে পাবেন দর্শক। নতুন এক পরিবেশের সঙ্গে একটি মেয়ের যুদ্ধ করে এগিয়ে যাওয়ার বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে।’ এরই মধ্যে ধারাবাহিকটির ৫৫ পর্ব চ্যানেল নাইনে প্রচার হয়েছে। সপ্তাহের প্রতি শনি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে নাটকটি প্রচার হয়।
No comments