মাখন মিয়ার অদ্ভুত বউ
মাখন মিয়া সহজসরল লোক। কিন্তু মিথ্যা একেবারে সহ্য করতে পারেন না। মাঝে মাঝে রাগটা চড়ে ওঠে। বয়স পার হয়ে গেলেও বিয়ে হয়ে উঠছিল না। অবশেষে গ্রামের এক মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক হয়। কিন্তু তাকে ভয় ধরিয়ে দেয় একই গ্রামের অন্য একজন মেয়ে। মেয়েটি নাকি ঘুমের মধ্যে নাক ডাকেন। এ কথা শুনে চিন্তায় পড়ে যান মাখন। তবুও বিয়ে করেন। বাসর রাতে বউকে তাড়াতাড়ি ঘুমুতে বলেন। বউ নাক ডাকে নাকি এ পরীক্ষা করার জন্য। এসব কাণ্ড নিয়েই ঘটতে থাকে হাস্যরসাত্মক নানা ঘটনা। এর ঘটনা শেষ পর্যন্ত নবদম্পতির বিচ্ছেদ পর্যায়ে নিয়ে যায়। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে একক নাটক ‘মাখন মিয়ার অদ্ভুত বউ’। নাটকটিতে মাখন মিয়ার চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান ও তার বউয়ের চরিত্রে রয়েছেন তিশা। নাটক প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘দর্শকরা যে ধরনের গল্প আশা করেন এটি ঠিক সে ধরনেরই গল্প। সামাজিক কিছু বিষয়ে মেসেজও রয়েছে এতে।’ সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটকটি ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।
No comments