গর্ভনিরোধক কী, জানেনই না এই মহিলারা
মধ্যপ্রদেশের
৩০% মহিলা জানেনই না কীভাবে অবাঞ্ছিত গর্ভধারণ ঠেকানো যায়। গর্ভনিরোধক
সম্পর্কে তাঁদের কোনও ধারণাই নেই। পরিবার পরিকল্পনা ও যৌথ সংস্থা নিয়ে কাজ
করা একটি সংস্থা তাদের সমীক্ষা রিপোর্টে এমনটাই দাবি করেছে। ফ্যামিলি
প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (FPA India)-র ভোপাল শাখার প্রেসিডেন্ট
মমতা মিশ্র বৃহস্পতিবার এই পরিসংখ্যান উল্লেখ করে জানান, গর্ভনিরোধক
সম্পর্কে মধ্যপ্রদেশের মহিলাদের মধ্যে সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।
তাঁর দাবি, কীভাবে কীভাবে গর্ভধারণ ঠেকানো যায়, সে সম্পর্কিত কোনও তথ্য
মহিলাদের কানে পৌঁছয় না। যে কারণে তাঁরা এ বিষয়ে অজ্ঞই রয়েছেন। মহিলাদের
স্বাস্থ্যের কথা ভেবে মিডিয়াকেই প্রচারের দায়িত্ব নিতে বলেন মমতা। তিনি
বলেন, মহিলাদের মধ্যে এই অজ্ঞতার কারণেই মধ্যপ্রদেশে পরিবার পরিকল্পনার
কাজে ব্যাঘাত ঘটছে। FPA India-র প্রেসিডেন্ট বলেন, এখনও পর্যন্ত কন্ডোমকেই
গর্ভনিরোধকের সেরা উপায় বলে বেশিরভাগ লোকজন মনে করেন। যে কারণে কন্ডোমের
গুণগত মান বাড়ানোর পাশাপাশি মানুষের কাজে যাতে তা সহজলভ্য হয়, তা দেখা
উচিত বলে তিনি মনে করেন।
সুত্রঃ এই সময়
সুত্রঃ এই সময়
No comments