ঈদের ছুটির প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন হয়নি যে কারণে
সব ধরনের প্রস্তুতি থাকা সত্ত্বেও ঈদের ছুটি দ্বিগুণ করা সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়নি। আগামী ২৯ জুন প্রস্তাবিত বাজেট পাসসহ অর্থবছরের শেষদিনের কথা বিবেচনা করে প্রস্তাবটি উপস্থাপন করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হলেও তা মন্ত্রিসভায় উপস্থাপিত হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের। কিন্তু অর্থ মন্ত্রণালয় বাজেট পাস ও অর্থবছরের শেষদিনের কার্যক্রমের বিষয় উল্লেখ করে এর বিরোধিতা করলে প্রস্তাবটি হিমাগারে চলে যায়। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ বা ২৭ জুন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
No comments