বানিয়াচংয়ে চান্দের গাড়ি খাদে, নিহত ২
হবিগঞ্জের বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। সোমবার বিকালে বানিয়াচং-হবিগঞ্জ সড়কের ভাটিপাড়া নামকস্থানে চান্দেওর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিতহরা হলেন আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য হাফিজ উল্লাহ। তিনি নোয়াগর গ্রামের মৃত জমাদার উল্লাহর ছেলে। আর নিহত আমির হুসেন বানিয়াচং মাতাপুর মহল্লার মমতাজ হুসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, চান্দের গাড়িটি হবিগঞ্জ খোয়াইমুখ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে বানিয়াচং আসার পথে ভাটিপাড়া নামকস্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহত কয়েকজন যাত্রীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের আশংকা পানির নিচে গাড়ির ভেতরে আরও যাত্রী আটকে আছেন। আটকে থাকা যাত্রীদের উদ্ধারে হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন।
বিকাল ৫টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালালেও কাউকে উদ্ধার করতে ব্যর্থ হন ফায়ার সার্ভিক কর্মীরা। সরজমিন দেখা গেছে, সড়কে নিহত হাফিজ উল্লার মৃতদেহের পাশে কবির নামে এক পুলিশ সদস্য দাঁড়িয়ে রয়েছেন। উৎকোচ জনতার ভিড়। ফায়ার সার্ভিস কর্মীরা একটি ট্রাকের সঙ্গে রশি বেঁধে খাদ থেকে চান্দের গাড়ি টেনে তুলতে গেলে বারবার রশি ছিড়ে যাচ্ছে। হবিগঞ্জ ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন কর্মকর্তা সামছুল আলম জানান, রশি দিয়ে টেনে গাড়িটি খাদ থেকে উঠানো সম্ভব হচ্ছে না। গাড়ি উঠাতে গেলে রেকার কিংবা চেইনকব্জার প্রয়োজন। এটি ফায়ার সার্ভিস স্টেশনে না থাকায় উদ্ধার কাজে হিমশিম খাচ্ছেন। ইফতারের পূর্বে বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ ঘটনাস্থলে যান। শেখ বশির আহমদ জানান, আটকে পড়াদের উদ্ধারের জন্য সিলেট থেকে ডুবুরি আসছে।
No comments