পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ হারালেন দোকানি
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের প্রহারে তাহাজ্জত আলী ওরফে চুট্টু মিয়া (৫০) নামের এক মুদি দোকানদার নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার আগিয়া ইউনিয়নের বালিয়া গোদাড়া ঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেগম (৪৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। নিহত তাহাজ্জত আলী একই ইউনিয়নের বেড়াইল গ্রামের মৃত চিনু শেখের ছেলে। নিহতের পরিবার জানায়, তাহাজ্জত আলী বাড়ির পাশেই বালিয়া গোদাড়া ঘাট এলাকায় মুদি দোকানদার।
গত কয়েক দিন আগে বেড়াইল গ্রামের আব্দুল গফুরের ছেলে সাদেক মিয়া ওই দোকান থেকে বাকিতে ১২০ টাকার পণ্য নেয়। সোমবার সন্ধ্যায় দোকানদার সাদেকের কাছে পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাদেক মিয়া ও তার লোকজন দোকনদার তাহাজ্জত আলীকে কিল-ঘুষি মারলে তাহাজ্জত আলী মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহাজ্জত আলীকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান মিজান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে সাদেক মিয়ার চাচি বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য উপজেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে।
No comments