ম্যানইউর রেকর্ড ভেঙে জয় আর্সেনালের
ইংলিশ প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার ইউনাইটেডের ২৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিল আর্সেনাল। সেই সঙ্গে জিইয়ে রাখল শেষ চারে জায়গা করে নেয়ার আশা। রোববার নিজেদের মাঠে এমিরেটস স্টেডিয়ামে গানাররা ২-০ গোলে হারিয়েছে ম্যানইউকে। দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। খেলার ৫৪ মিনিটে গ্রানিট ঝাকা গোলের খাতা খোলেন।
মিনিট তিনেক পর ইংলিশ স্ট্রাইকার ড্যানি ওয়েলবেকের হেডে ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। ম্যানইউ কোচ হোসে মরিনহো মার্কাস রাশফোর্ড ও জেসে লিনগার্ডকে বদলি হিসেবে নামিয়ে ম্যাচ বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সফলকাম হননি। ম্যানইউ অধিনায়ক ওয়েন রুনির গোটা দুয়েক চেষ্টা বিফলে যায়। এই জয়ে পয়েন্ট টেবিলে ছয়ে রইল আর্সেন ওয়েঙ্গারের দল। পঞ্চম স্থানে থাকা ম্যানইউ থেকে দুই পয়েন্টে পিছিয়ে তারা। আর ম্যানসিটি থেকে পিছিয়ে ছয় পয়েন্ট। সিটি রয়েছে চতুর্থ স্থানে। দিনের প্রথম ম্যাচে জেমস মিলনারের পেনাল্টি মিসের মাশুল দিতে হয়েছে লিভারপুলকে। সাউদাম্পটনের সঙ্গে তারা গোলশূন্য ড্র করে। লিভারপুলের পয়েন্ট হারানোর জন্য নিজেকে দায়ী করেন মিলনার। অ্যানফিল্ডে এই ড্রয়ে লিভারপুলের সঞ্চয় ৩৬ ম্যাচ শেষে ৭০ পয়েন্ট। চেলসি (৮১ পয়েন্ট) ও টটেনহ্যাম (৭৭ পয়েন্ট) তাদের উপরে রয়েছে। বিবিসি স্পোর্ট।
No comments