রিয়ালের তিন ‘ফাইনাল’
গ্রানাডাকে উড়িয়ে লা লীগায় শিরোপা-ভাগ্য নিজেদের হাতেই রেখেছে রিয়াল মাদ্রিদ। কোচ জিনেদিন জিদান লীগে নিজেদের শেষ তিন ম্যাচকে ‘ফাইনাল’ হিসেবে দেখছেন। দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই গত শনিবার রাতে অবনমিত হয়ে যাওয়া গ্রানাডাকে ৪-০ গোলে হারায় রিয়াল। এ জয়ে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারিয়ে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠা বার্সেলোনাকে ধরে ফেলে জিদানের দল। বার্সেলোনার চেয়ে এক ম্যাচ (৩৫টি) কম খেলা রিয়াল মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। লা লীগায় পরের তিন ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ সেভিয়া, সেল্টা ভিগো ও মালাগা। এ তিন ম্যাচের দুটিতে জিতলে এবং অপরটি ড্র করলে হিসাব-নিকাশ ছাড়াই বার্সেলোনাকে পেছনে ফেলে শিরোপা নিজেদের করে নেবে রিয়াল। গ্রানাডাকে হারানোর পর জিদানও শিরোপা লড়াইয়ে প্রতিপক্ষ বার্সেলোনাকে নিয়ে না ভেবে এই তিন ম্যাচ নিয়ে ভাবনার কথা জানালেন, ‘আমরা নিজেদের নিয়ে ভাবছি। জয় নিয়ে ভাবছি। এখনও তিনটা ফাইনাল বাকি রয়েছে।’
রোনাল্ডোর অনুপস্থিতি রিয়ালকে অনুভব করতে দেননি জেমস রদ্রিগেজ ও আলভারো মোরাতো। জোড়া গোল করেছেন দু’জন। ম্যাচ শেষে জিদান রদ্রিগেজের আলাদাভাবে প্রশংসা করলেন, ‘জেমস সব সময় দলের প্রতি নিবেদিত। সম্ভাব্য সেরাটা দিতে চেষ্টা করে।’ বুধবার চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের ফিরতি লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে খেলতে যাবে রিয়াল। প্রথম লেগের ৩-০ ব্যবধানের জয়ে ফাইনালে এক পা দিয়ে রাখলেও ফিরতি লেগ গ্রানাডা ম্যাচের মতো সহজ হবে না বলে শিষ্যদের সতর্ক করেছেন জিদান। তার কথায়, ‘এখন আমরা বিশ্রাম নেব। বুধবারের ম্যাচ নিয়ে ভাবব, যে ম্যাচটা আমাদের অনেক বেশি পরীক্ষা নেবে। আমাদের নিখুঁত একটা ম্যাচ খেলতে হবে।’ ওয়েবসাইট।
No comments