বিকালে আ'লীগকে আমন্ত্রণ জানাতে যাবে বিএনপি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকা সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন আওয়ামী লীগকে আমন্ত্রণ জানাতে বিকালে দলটির ধানমণ্ডির কার্যালয়ে যাবে বিএনপির প্রতিনিধিদল। সোমবার বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, 'ভিশন ২০৩০' বিষয়ক চেয়াপারসনের সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানাবে বিএনপি।
এ লক্ষ্যে বিকালে বিএনপির একটি প্রতিনিধিদল ক্ষমতাসীন দলের ধানমণ্ডির কার্যালয়ে আমন্ত্রণপত্র নিয়ে যাবে। আওয়ামী লীগসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানানো হবে বলে জানান তাইফুল ইসলাম। বিএনপি চেয়ারপারসনের সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশ ও সংস্থার কূটনীতিকদের পাশাপাশি পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। আগামী বুধবার বিকাল সাড়ে ৪টায় গুলশানের হোটেল ওয়েস্টিনে চেয়ারপারসন খালেদা জিয়া এ সংবাদ সম্মেলন করবেন। গত বছরের ১৯ মার্চ দলের জাতীয় কাউন্সিলে ‘ভিশন-২০৩০’ এর রূপরেখা দেয়া হয়েছিল, সেটা ছিল আউটলাইন। এখন তা পূর্ণাঙ্গভাবে দেয়া হবে।
No comments