ঝিনাইদহে 'জঙ্গি আস্তানা'র ৫টি বোমা নিষ্ক্রিয়
ঝিনাইদহের সদর উপজেলার লেবুতলার 'জঙ্গি আস্তানা' থেকে উদ্ধার করা বোমা নিষ্ক্রিয়ের কাজ চলছে। সোমবার সকাল ১০ টা ৪০ মিনিট থেকে কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এ কাজ শুরু করে। ইতিমধ্যে ৫টি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে বলে যুগান্তরকে জানিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান। সোমবার সকাল ১০ টা ৫৫ মিনিট, বেলা ১১টা ও ১১টা ২৭ মিনিটে তিনটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ঘটনাস্থলে উপস্থিত আছেন খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ, অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান। সকাল ৮টা থেকে ওই বাড়ি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়। এরপর বাড়ির আশপাশের এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়।
রোববারের জারি করা ১৪৪ ধারা বলবৎ রয়েছে। আশপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রোববার ঢাকায় সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, ৫ মে শামীম নামে নব্য জেএমবির এক জঙ্গিকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতেই ঝিনাইদহের দুটি আস্তানায় অভিযান পরিচালিত হয়।
No comments