তিন বন কর্মকর্তাসহ ১২ জন বরখাস্ত
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের সুন্দরী গাছ পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন বন কর্মকর্তাসহ ১২ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার তাদের বিরুদ্ধে এই বরখাস্তের আদেশ দেয়া হয়েছে বলে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরী যুগান্তরকে জানিয়েছেন। এরা হলেন, সুন্দরবনের জোংড়া কাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ, শরণখোলা রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমজাদ হোসেন ও সহকারী বন কর্মকর্তা মোশাররেফ হোসেনসহ ৪ বনরক্ষী ও ৫ বোটম্যান। আমির হোসেন চৌধুরী আরও বলেন, সম্প্রতি গাছ পাচারের পৃথক ঘটনায় দুটি কমিটি গঠন করা হয়। তাদের প্রতিবেদনে এই ১২ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
গাছ পাচারের ঘটনায় গঠিত একটি কমিটির প্রধান ছিলেন খুলনা অঞ্চলের উপবনসংরক্ষক বশিরুল আল মামুন। আর অন্য কমিটির প্রধান ছিলেন শরণখোলা রেঞ্জের বন সংরক্ষক মোহাম্মদ হোসেন। কমিটির প্রধানরা গত ৪ মে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরীর কাছে প্রতিবেদন দাখিল করেন। তার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
No comments