দ. চীন সাগরে চীনের অত্যাধুনিক গোয়েন্দা বিমান মোতায়েন
চীন অত্যাধুনিক গোয়েন্দা বিমান শাহনশি কেজে-৫০০ দক্ষিণ চীন সাগরের হাইনান দ্বীপে মোতায়েন করেছে। উপগ্রহ থেকে তোলা ছবিতে বিরোধপূর্ণ এলাকায় এ বিমানের উপস্থিতি ধরা পড়েছে। আকাশ থেকে শত্রু বিমানের উপস্থিতির বিষয়ে আগাম সতর্কীকরণ করতে সক্ষম কেজে-৫০০য়ে রাডার ডিশ রয়েছে। এতে বিমানকে চিহ্নিত করার ক্ষেত্র ভুল হওয়ার আশংকা থাকে না। কেজে-৫০০ দিয়ে চারশ’ ৭০ কিলোমিটারের মধ্যে একসাথে ৬০টি বিমানের গতিবিধির ওপর নজর রাখা যায়। এ বিমানের রাডারকে নজরদারি এবং সাধারণ গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজেও ব্যবহার করা যায়। দক্ষিণ চীন সাগরের ওপর চীনের পাশাপাশি অনেক দেশই ভৌগলিক অধিকার দাবি করছে। বিরোধপূর্ণ এ এলাকায় কেজে-৫০০ বিমানকে চীন নানাভাবে ব্যবহার করতে পারবে। হাইনান ঘাঁটিতে এই প্রথম এ বিমান মোতায়েন করা হলো এবং উপগ্রহ থেকে নেয়া ছবিতে ঘাঁটিতে এ রকম অনেক বিমানের উপস্থিতি ধরা পড়েছে।
No comments