বাহুবলীকে টেক্কা দিতে আসছে নতুন ছবি রামায়ণ
‘বাহুবলী ২’-এ পৌরাণিক কাহিনী সিনেমার বক্স অফিসে সাফল্য দেখে ‘রামায়ণ’ তৈরি করবেন বলে জানিয়েছেন তিন প্রযোজক। ৫০০ কোটি রুপি বাজেটের নির্মিতব্য এ সিনেমা মুক্তি পাবে তিনটি ভাগে। পাশাপাশি, ১০০০ কোটি রুপি খরচ করে মোহনলালকে নিয়ে মহাভারতও তৈরি হচ্ছে। আল্লু অরবিন্দ, মধু মান্তেনা ও নমিত মালহোত্রার প্রযোজনায় নির্মিতব্য ‘রামায়ণ’ মুক্তি পাবে তামিল, তেলুগু ও হিন্দি ভাষায়। এ প্রসঙ্গে আল্লু অরবিন্দ বলছেন, ‘১৯৮৭-৮৮-তে দূরদর্শনে রামানন্দ সাগরের পর রামায়ণ নিয়ে বড় পর্দায় সেভাবে কাজ হয়নি। তাই আমরা নতুনভাবে মাঠে নামছি।’
এসএস রাজামৌলির পরিচালনায় তেলেগু ব্লকবাস্টার ‘মাগাধীরা’র প্রযোজনা করেছেন অরবিন্দই। প্রযোজক বলেছেন, ‘রামায়ণকে যেভাবে বড় পর্দায় নিয়ে আসা হচ্ছে, সেভাবে এর আগে ভারতীয় দর্শক দেখেননি।’ স্টার ওয়ার্স, ট্রান্সফরমারস, দ্য মারশিয়ানের মতো সিনেমায় যে স্পেশাল এফেক্ট ব্যবহৃত হয়েছে, সেসবের দায়িত্বে থাকা ‘প্রাইম ফোকাস’ এ প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছে। এ প্রজেক্টের আরেক প্রযোজক নমিত মালহোত্রা। তিনিও দাবি করেছেন, রামায়ণ ভারতীয় সিনেমাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেবে।
No comments