‘জেদ্দা টাওয়ার’ হবে সবচেয়ে উঁচু ভবন
বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের খেতাবটি পেতে যাচ্ছে সৌদি আরবের ‘জেদ্দা টাওয়ার’। কারণ দুবাইয়ের বুর্জ খলিফা থেকে এক কিলোমিটার উঁচু হবে এ ভবনটি। ১৭০ তলা এ ভবনটির আগের নাম ছিল ‘কিংডম টাওয়ার’। ২০১৩ সালে ভবনটির নির্মাণ কাজ শুরু হয়। ভবনটিতে হোটেল, অ্যাপার্টমেন্ট ও বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস থাকবে। ২০১৯ সালে ভবনটি খুলে দেয়া হবে। এনডিটিভি। কিংডম হোল্ডিংয়ের চেয়ারম্যান সৌদি প্রিন্স আল-ওয়ালেদ বিন তালাত জানিয়েছেন, জেদ্দা টাওয়ারের কাজ শেষ করতে প্রতিষ্ঠানটির শাখা জেদ্দা ইকোনমিক কোম্পানি সৌদি আরবের অ্যালিনমা ইনভেস্টমেন্টের সঙ্গে দু’শ কোটি ডলারের চুক্তি করেছে। ২০১৯ সাল নাগাদ জেদ্দা টাওয়ারের কাজ শেষ হবে।
No comments