ব্রাজিলে পীতজ্বরে ২৫৯ জনের মৃত্যু
ব্রাজিলে চলতি বছর পীতজ্বরে আক্রান্ত হয়ে কমপক্ষে ২৫৯ জন মারা গেছেন। এদের বেশিরভাগই মারা গেছে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে। শুক্রবার দেশটির সরকার এক ঘোষণায় একথা জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে ২৫৯ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আরো ৪৭ জন এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এদিকে এই রোগে আক্রান্তদের সংখ্যা বেড়ে ৭৫৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া পীত জ্বরে আক্রান্ত হয়েছে এ আশঙ্কায় স্বাস্থ্য কর্তৃপক্ষ আরো ৬২২ জনকে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। মাইনাস গেরাইস ও এসপিরিতো সান্টোতে সবচেয়ে বেশি লোক এই রোগে আক্রান্ত হয়েছে। রাজ্য দুটোই ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত। এই দুটি রাজ্যে যথাক্রমে ৪৮৮ ও ২৩৪ জনের এই রোগ ধরা পড়েছে। উল্লেখ্য, জিকা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো এডিস এইগিপটি মশার মাধ্যমে এই রোগ ছড়ায়।
No comments