কারাগারে নেয়ার ২ ঘণ্টা পর আসামির মৃত্যু
সিলেটে কারাগারে নেয়ার দুই ঘণ্টা পর রমজান আলী (৬৫) নামে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সগির মিয়া যুগান্তরকে জানান, বিশ্বনাথ থানায় দায়ের করা ওয়ারিছ আলী হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রমজান আলীকে কারাগারে আনা হয়। রাত ৯টার দিকে তিনি খাবার খান। এর কিছুক্ষণ পরেই তার রক্তবমি হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সগির মিয়া আরও জানান, শনিবার ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। রমজান আলীর লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রমজান আলী বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের ধীতপুর গ্রামের বাসিন্দা। বিশ্বনাথ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সিলেটের বিশ্বনাথে মসজিদ সংশ্লিষ্ট বিরোধের জের ধরে রমজান আলীর ছুরিকাঘাতে তার চাচাত ভাই ওয়ারিছ আলী (৬৩) অহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওয়ারেছ আলীর স্ত্রী মায়া বেগম বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ওই রাতেই রমজান আলীকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকালে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
No comments