মানিকছড়ির গচ্ছাবিলে ফানির্চার দোকান পুড়ে ছাই
মানিকছড়ির গচ্ছাবিল বাজারে আগুন লেগে ৫টি ফার্নিচার দোকান পুড়ে ছাই। ১৩ মে শনিবার রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার গচ্ছাবিলের ফার্নিচার ব্যবসায়ী মো. রহমত উল্লাহ ওরফে দুলাল, আবদুল জলিল দীর্ঘদিন ধরে বাজারস্থ ৫টি ঘরে ফার্নিচার তৈরি করে ঢাকাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করত। আজ ১৩ মে ভোর রাত আনুমানিক পৌনে ৩টার পর হঠাৎ ফার্নিচার দোকানে আগুনের সূত্রপাত ঘটে এবং এতে ৫টি দোকানই পুড়ে ছাই। আগুনের খবর পেয়ে গচ্ছাবিলস্থ ২ আনসার ব্যাটালিয়নের সদস্যরা দল বেঁধে বাজারে আসে এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় দেড় ঘন্টা ব্যাপি চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ সময় মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, প্যানেল চেয়ারম্যান মো. ইদ্রিস ইসলাম বাচ্চু, সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম,ইউপি সদস্য মো. মোশারফ হোসেনসহ এলাকাবাসীরা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। ভোর ৫টায় সরজমিনে গেলে কথা হয় ইউপি সদস্য মো. মোশারফ হোসেন এর সাথে তিনি ক্ষতিগ্রহস্থদের উদ্বৃতি দিয়ে বলেন, পুড়ে যাওয়া ৫টি দোকানই ফার্নিচারের। শুক্রবার দোকান বন্ধ ছিল। রাত পৌনে ৩টার দিকে হঠাৎ দোকানে আগুনের লেলিহান দেখে পাশ্ববর্তীরা চিৎকার দিলে দোকানজন ও আনসার সদস্যরা এগিয়ে এসে টিউবওয়েল থেকে পানি ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অন্যথায় পুরো বাজার পুড়ে যেত। তিনি অভিযোগ করে বলেন, জনপ্রতিনিধি, পুলিশ,আনসার ও সেনাবাহিনীর মাধ্যমে রামগড় ফায়ার সার্ভিসকে খবর দেয়া স্বত্বেও তারা আসেনি।
No comments