অল্প কিছু টাকা হলেই বেঁচে যাবে রাহিম
‘ছেলেকে বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়ে কিছু টাকা পেয়েছি। নিজেদের যা ছিল সবই খরচ করেছি। আর অল্প কিছু টাকা হলে চিকিৎসাটা শেষ করতে পারতাম। এখন আমরা সমাজের বিত্তবানদের দিকে তাকিয়ে আছি।’ এভাবেই কথাগুলো বলছিলেন পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের করকোলা গ্রামের নাসির ফকির ও রোজিনা খাতুন দম্পতি। এই দম্পতির ছোট ছেলে রাহিম হাইড্রেসেফালাস রোগে আক্রান্ত। চিকিৎসকরা বলেছেন রাহিমকে বাঁচাতে অপারেশন করতে হবে। এজন্য প্রয়োজন ৩ লাখ টাকা। গত ২ এপ্রিল দৈনিক যুগান্তর পত্রিকায় 'তিন লাখ টাকার জন্য শিশুটির চিকিৎসা বন্ধ' শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। এছাড়া অন্যান্য সংবাদ মাধ্যমেও এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর গত কয়েক দিনের মধ্যে দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন ব্যক্তিদের পাঠানো নগদ ৭০ হাজার ২০০ টাকা রাহিমের অভিভাবকদের হাতে এসেছে। পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালোর মাধ্যমে বৃহস্পতিবার শিশুটির পরিবারের হাতে এ টাকা তুলে দেয়া হয়। এ সময় জেলা প্রশাসক রেখা রানী বালো নিজেও রাহিমের পরিবারকে আর্থিক সাহায্য করবেন বলে আশ্বাস দেন। তবে এখনো রাহিমের অপারেশনের জন্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকার প্রয়োজন। এজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাহিমের বাবা-মা।
টাকা পাঠানোর ঠিকানা:
Md Nasir
Dhaka Bank, Chatmohor Branch, Pabna.
A/C No- 303-200-27605
বিকাশ নম্বর (পারসোনাল)- রাহিমের চাচা আফজাল ফকির- ০১৭২৯-৯৭২৩০৮
টাকা পাঠানোর ঠিকানা:
Md Nasir
Dhaka Bank, Chatmohor Branch, Pabna.
A/C No- 303-200-27605
বিকাশ নম্বর (পারসোনাল)- রাহিমের চাচা আফজাল ফকির- ০১৭২৯-৯৭২৩০৮
No comments