'যে কোনো মূল্যে মধ্যপ্রাচ্যে ইরানের জনপ্রিয়তা ঠেকাতে হবে'
জাতিসঙ্ঘে
নিযুক্ত মার্কিন প্রতিনিধি নিকি হিলি মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান
জনপ্রিয়তা, শক্তিমত্তা ও প্রভাব বিস্তারের কথা স্বীকার করেছেন। তিনি
বলেছেন, যে কোনো মূল্যে ইরানকে মোকাবেলা করার জন্য আমেরিকাকে এগিয়ে আসতে
হবে এবং এ ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের আরব মিত্র দেশগুলোর সহযোগিতা নিতে হবে।
একইসাথে তিনি সন্ত্রাসীদের প্রতি সমর্থন দেয়ার জন্য ইরানের বিরুদ্ধে
ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করেছেন। বিশ্লেষকরা বলছেন, আমেরিকা বহু বছর
ধরে জাতিসঙ্ঘে তার ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার করে আসছে। জাতিসঙ্ঘ ও এর
বিভিন্ন অঙ্গ-সংগঠনকে অবৈধ রাজনৈতিক স্বার্থ হাসিলের মাধ্যম হিসাবে ব্যবহার
করছে মার্কিনীরা। আমেরিকা সম্প্রতি জাতিসঙ্ঘ বাজেটের জন্য নির্ধারিত অর্থ
সহায়তা বন্ধ করে দেয়ায় এই সংস্থা সঙ্কটে পড়েছে।
এ ছাড়া, জাতিসঙ্ঘের
নিয়মকানুনের কোনো তোয়াক্কা না করে আমেরিকা কোনো দলিল প্রমাণ ছাড়াই এই
সংস্থাকে ব্যবহার করে অন্য দেশের বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ আরোপ করছে।
মার্কিনীদের এ আচরণ অন্য দেশের অধিকারকে খর্ব করার পাশাপাশি এ সংস্থার
প্রতি জাতিগুলোর আস্থা বিনষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা সন্ত্রাসবাদ
মোকাবেলার কথা বললেও বিশ্বজুড়ে নিরাপত্তাহীনতা, যুদ্ধ, সঙ্ঘাত ও
সন্ত্রাসবাদের বিস্তার করা ছাড়া আর কিছুই দিতে পারেনি। মার্কিন আচরণ ও
কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে, তারা শুধু যে সন্ত্রাসবাদ মোকাবেলা করতে ব্যর্থ
হয়েছে তাই নয় একইসাথে তাদের শ্লোগান অনুযায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা,
জাতিগুলোর অধিকার রক্ষা ও সংস্কৃতির প্রতি সম্মান দেখাতেও ব্যর্থ হয়েছে।
আমেরিকাসহ পাশ্চাত্যের দেশগুলো কেবল নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব ও কর্তৃত্ব
বিস্তারে ব্যস্ত। সিরিয়া, ইরাক ও ইয়েমেনের দুঃখজনক ঘটনাবলী এবং পশ্চিম
এশিয়া থেকে শুরু করে উত্তর আফ্রিকা পর্যন্ত দেশগুলোর ঘটনাবলীতে আমেরিকার এ
আচরণের বিষয়টি লক্ষ্য করা যায়। আমেরিকাই এসব অঞ্চলে সহিংসতা, যুদ্ধ ও
উগ্রবাদের বিস্তার ঘটিয়েছে। সূত্র : ওয়েবসাইট
No comments