ঝালকাঠিতে সাংবাদিককে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদ মানববন্ধন
সাংবাদিক
ও মানবাধিকারকর্মী খলিলুর রহমান মৃধাকে মিথ্যা একটি ডাকাতি মামলায়
গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ঝালকাঠির সাংবাদিক
সমাজ । আজ বুধবার সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের
সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খলিল জেলার নলছিটি উপজেলার
দৈনিক জনতার উপজেলা প্রতিনিধি ও সুজন-সুশাসনের জন্য নাগরিকের উপজেলা শাখার
সভাপতি। মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে একটি প্রভাবশালী মহল তাকে এ মামলায়
জড়িয়েছে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে । মানববনন্ধন
চলাকালে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান,
সহসভাপতি শ্যামল সরকার, সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সহসাধারণ সম্পাদক কে
এম সবুজ, সুজন-সাশাসনের জন্য নাগরিকের জেলা সভাপতি হেমায়েত উদ্দিন হিমু,
সাধারণ সম্পাদক ইলিয়াছ সিকদার ফরহাদ,
নলছিটি উপজেলার সাধারণ সম্পাদক মো.
আমির হোসেন, ঝালকাঠির রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর
তরুন কর্মকার, নলছিটি সাংবাদিক সমিতির সভাপতি মু. মনিরুজ্জামান মুনির,
সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আলম সুমন, সময়ের বার্তার বার্তা
সম্পাদক মেহেদী হাসান। মানববন্ধনে সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবীদ, শিক্ষক,
এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শেণি পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তারা
সাংবাদিক খলিলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তি
দাবি করেন। ২০০৭ সালে নলছিটিতে একটি ডাকাতি মামলায় সাংবাদিক খলিলুর রহমানকে
ঝালকাঠির সিআইডি পুলিশ গত ২৮ মার্চ গ্রেপ্তার করে। মামলার এজাহারে নাম
লেখা খলিল। বাবার নাম অজ্ঞাত। গ্রামের নামেও ভুল। তবু সিআইডি পুলিশ খলিলুর
রহমান মৃধাকে ওই মামলায় গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেন তাঁর বাবা।
No comments