দুই সহস্রাধিক বোতল ফেনসিডিলসহ চালক আটক
ভারত
থেকে পাচার হয়ে আসা দুই হাজার ৩৫০ বোতল ফেনসিডিলের একটি চালান আটক করেছে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ফেনসিডিল বহনকারী প্রাইভেটকারসহ চালক
হারুন অর রশিদকে আটক করা হয়। তিনি বেনাপোল পোর্ট থানার ভবারবেড় এলাকার
জলিল উদ্দিনের ছেলে। যশোর ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল বিজিবি ক্যাম্পের
সুবেদার শহিদুল ইসলাম জানান, বুধবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে
বেনাপোল বাজারে যশোরগামী একটি প্রাইভেটকার আটক করে ক্যাম্পে আনা হয়।
পরে
গাড়ির মধ্যে বিশেষ ব্যবস্থায় রক্ষিত দুই হাজার ৩৫০ বোতল ফেনসিডিল উদ্ধার
করা হয়। আটক চালক হারুন জানায় এসব মাদকদ্রব্য ঢাকাতে যাবে। তবে প্রকৃত
মালিক কে পাচারকারী তা জানেন না বলে বিজিবিকে জানিয়েছে। এ ব্যাপারে চালক
হারুনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের
করা হয়েছে।
No comments