'মাশরাফিকে বাদ দিয়ে বাংলাদেশ দল চিন্তা করা কঠিন'
নিউজিল্যান্ডে
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পরাজয়ের পর গুঞ্জন উঠে টি-টোয়েন্টিকে
বিদায় বলছেন মাশরাফি। অবশেষে সেই গুঞ্জন সত্যিতে পরিণত হল শ্রীলঙ্কা
সিরিজে। লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে
টি-টোয়েন্টিকে বিদায় বললেন টাইগার অধিনায়ক। তবে টি-টোয়েন্টিতে মাশরাফিকে
মিস করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এক কথা জানান মুশফিক।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মুশফিক লেখেন,
'সব ভালো জিনিসেরই সমাপ্তি
আছে..., এটা সম্ভাবত তাদের মধ্যে একটা। ম্যাশকে বাদ দিয়ে বাংলাদেশ দল
চিন্তা করা কঠিন, আপনি সত্যিই একজন চ্যাম্পিয়ন। আমি নিশ্চিত প্রত্যেকে
গর্ববোধ করে আপনার মত একজনের নেতৃত্বে খেলে। এটা সত্যি সম্মানের। শুধু
এইটুকু বলতে চাই, আপনাকে ধন্যবাদ, আমাদের সবসময় অনুপ্রাণিত করার জন্য, আর
আপনি সবসময় আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন। যতটা না আমরা হতাশ, তার চেয়ে
টি-টোয়েন্টির জার্সিতে আপনাকে মিস করবো।'
No comments