রাজধানীর ২৫ পয়েন্টে বৃহস্পতিবার যান চলাচল বন্ধ
বাংলাদেশ
ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সোহরাওয়ার্দী উদ্যানে
ওলামা-মাশায়েখদের মহাসমাবেশ উপলক্ষে রাজধানীর ২৫টি পয়েন্টে যান চলাচল বন্ধ
থাকবে। আজ বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে
আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাসমাবেশ উপলক্ষে রাজধানীর যান ব্যবস্থাপনা তুলে
ধরা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর বিজয় সরণি, খামারবাড়ি,
বাংলামোটর, মগবাজার, পরীবাগ, সাকুরাগলি, পুলিশ ভবন, সবজিবাগান, মিন্টো রোড
পূর্ব প্রান্ত, অফিসার্স ক্লাব, কাকরাইল চার্চ, শিল্পকলা একাডেমির গলি,
দুদক গলি, কার্পেট গলি, মৎস্য ভবন, কদম ফোয়ারা, হাইকোর্ট, শহীদুল্লাহ হল,
বকশীবাজার, পলাশী,
নীলক্ষেত, রুমান চত্বর, কাঁটাবন, শাহবাগ ও আজিজ সুপার
মার্কেট এলাকায় দুপুর ১২টা থেকে যান চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া এদিন সকাল
সাড়ে ১০টা থেকে শাহবাগ হতে মৎস্য ভবন ক্রসিং পর্যন্ত উভয়মুখী এবং শাহবাগ
থেকে টিএসসি হয়ে দোয়েল চত্বর ক্রসিং পর্যন্ত উভয়মুখী যান চলাচল বন্ধ থাকবে।
এ সম্মেলনে বাংলাদেশ থেকে দুই লক্ষাধিক মুসল্লি এবং সেই সঙ্গে প্রায় আড়াই
হাজার যানবাহন রাজধানীতে প্রবেশ করবে। এসব যান কোথায় থাকবে, তা-ও জানিয়ে
দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
No comments