আবহাওয়ার পূর্বাভাস আধুনিকায়নে বিশ্বব্যাংকের ১১.৩০ কোটি ডলার ঋণ
বিশ্বব্যাংক
বাংলাদেশের আবহওয়ার পর্যবেক্ষণ নেটওয়ার্ক, পূর্বাভাস সক্ষমতা ও
সতর্কবার্তা প্রদান ব্যবস্থাকে আধুনিকায়ন এবং শক্তিশালী করতে ঋণ সহায়তা
দিচ্ছে। বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা প্রকল্পের মাধ্যমে ১১ কোটি
৩০ লাখ ডলার ঋন দিচ্ছে। আজ বুধবার সকালে শেরেবাংলা নগরস্থ ইআরডি সম্মেলন
কক্ষে বিশ্বব্যাংক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে এই ঋন চুক্ত
স্বাক্ষরিত হয়।
এতে বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি ভারপ্রাপ্ত সচিব কাজী
শফিকুল আযম ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফান। জানা যায়,
আঞ্চলিক প্রকল্প হিসেবে ১১কোটি ৩০ লাখ ডলার ঋনের মধ্যে ৮ কোটি ২০ লাখ ডলার
জাতীয় আইডিএ এবং বাকী ৩ কোটি ১০ লাখ ডলার হলো আঞ্চলিক আইডিএ। এই ঋণের টাকা ৬
বছর গ্রেসপিরিয়ডসহ ৩৮ বছরে পরিশোধ করতে হবে। ছাড়কৃত অর্থের উপর বছরে দশমিক
৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হবে।
No comments