মাহমুদুল্লাহর 'সত্যিকারের চ্যাম্পিয়ন' মাশরাফি
টেস্ট
ও ওয়ানডে সিরিজে ড্রয়ের পর টি-টোয়েন্টিতে যখন সিরিজ জিততে ছক কাটছে
বাংলাদেশ দল, ঠিক ওই সময় বিনা মেঘে বজ্রপাত হিসেবে টি-টোয়েন্টি থেকে অবসরের
ঘোষণা দিলেন মাশরাফি। মাঠে নামার আগে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দীর্ঘ
একটি পোস্টের মাধ্যমে অবসর নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফি নিজেই।
এরপর আর প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গার সাথে টস করতে
নেমে সেখানেও আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা দেন মাশরাফি। জানিয়ে দেন,
শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজই হচ্ছে তার শেষ টি-টোয়েন্টি সিরিজ। এদিকে
মাশরাফিকে শুভকামনা জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মাহমুদুল্লাহ
রিয়াদ।
তিনি বলেন, 'মাশরাফি ভাই, আপনাকে প্রথমেই টি-টোয়েন্টিতে সব
অসাধারণ অর্জনের জন্য শুভেচ্ছা। আপনাকে আমরা সবাই মিস করব, বিশেষ করে আমি।
আপনি ছিলেন আমার ভাই বন্ধু, যার সাথে আমি সব শেয়ার করতে পারতাম। আপনি একজন
যোদ্ধা, যোগ্য নেতা, অধিনায়ক ও সত্যিকারের চ্যাম্পিয়ন। আমি সত্যিই
দুঃখিত কিন্তু এটাই জীবন। আপনি আমাদের দেখিয়েছেন একটা দলকে কীভাবে একটা
পরিবার বানানো যায়। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। সন্দেহ নেই আপনি
একজন অসাধারণ মানুষ ও চমৎকার খেলোয়াড়। ম্যাশ আমরা সবাই আপনাকে ভালোবাসি।
শ্রদ্ধা কিংবদন্তি।'
No comments